৬-১০ বছর বয়সী শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে 'জীবনের জন্য সাঁতার-সুইমসেফ' কার্যক্রম বাস্তবায়ন করছে প্রজেক্ট ভাসা। ১০,০০০ শিশুকে সাঁতার শেখানোর পরিকল্পনা নিয়ে ২০২৩ সালের কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্প কর্ম এলাকা কলাপাড়া, তালতলী ও বেতাগী উপজেলার ইউনিয়নগুলোতে এলাকা এবং পুকুর নির্বাচন ও সাঁতার প্রশিক্ষক নিয়োগের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ বিষয়ে কমিউনিটি অংশীজনদের মতামত ও পরামর্শ জানতে গতকাল কলাপাড়ায় ইউআইপিসি, ভিআইপিসি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করে সংশ্লিষ্ট প্রকল্প কর্মীগণ।